kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ছায়া জাতিসংঘ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৬ নভেম্বর, ২০২১ ২০:৫৫ | পড়া যাবে ২ মিনিটেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ছায়া জাতিসংঘ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ছায়া জাতিসংঘ সম্মেলন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে চারদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘কালের কণ্ঠ’।

জাতিসংঘের আদলে কাজ করা বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) ষষ্ঠবারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে।

বিজ্ঞাপন

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উদ্ভাবনের সংস্কৃতিকে উদ্দীপ্ত করা’।

আয়োজকরা জানান, এবারের সম্মেলনে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের উদ্ভাবনী চিন্তা-ভাবনা তুলে ধরবে। জাতিসংঘে একজন কূটনীতিবিদ নিজের দেশকে যেভাবে প্রতিনিধিত্ব করে, একইভাবে এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবে।

সাতটি কমিটি নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। এগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যশনাল প্রেস। আগামী রবিবার (২৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার সঞ্জীব কুমার ভাটি, আরইউমুনার উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, সংগঠনের সভাপতি সাকিব আহমেদ প্রমুখ।সাতদিনের সেরা