kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় এক পোশাকশ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক   

২৬ নভেম্বর, ২০২১ ১১:৫০ | পড়া যাবে ১ মিনিটেসিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় এক পোশাকশ্রমিকের মৃত্যু

মৃত মামুনুর রশিদ মামুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনের ঘটনায় মামুনুর রশিদ মামুন (২৭) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটসহ আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। তিনি বলেন, মামুনের শরীরের শতভাগই দগ্ধ ছিল। 

এ ঘটনায় পারভেজ (২৮) ও জীবন নামে আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

মৃতের ফুফাতো ভাই মো. সোহেল জানান, মামুন লক্ষীপুর সদর উপজেলার আন্দার মানিক গ্রামের মোবারক হোসেনের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি চতুর্থ। সিদ্ধিরগঞ্জ ইপিজেড অনন্ত অ্যাপারেলসে হেলপার হিসাবে কাজ করতেন। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের সামনে আদনান টাওয়ারে একটি মেসে অগ্নিকাণ্ডে তিন পোশাককর্মী দগ্ধ হন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সাততলা আদনান টাওয়ার ভবনের চতুর্থ তলায় এ দুর্ঘটনা ঘটে। সাতদিনের সেরা