kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

অভয়নগরে পরীক্ষার্থীদের টিকাদান সম্পন্ন

২৪৪৬ পরীক্ষার্থীর মধ্যে টিকা নিয়েছে ১৮৯০ জন

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

২৫ নভেম্বর, ২০২১ ১৮:৫১ | পড়া যাবে ১ মিনিটে২৪৪৬ পরীক্ষার্থীর মধ্যে টিকা নিয়েছে ১৮৯০ জন

যশোরের অভয়নগরে ২০২১ সালের এইচএসসি (জেনারেল) পরীক্ষার্থীদের কভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা দেওয়া হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, উৎসব মুখর পরিবেশে এইচএসসি (জেনারেল) পরীক্ষার্থীরা কভিড-১৯ টিকা নিয়েছে। দুই দিনে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৯০ জন তাদের প্রথম ডোজ টিকা সম্পন্ন করেছে। এর মধ্যে ৯৩৬ জন ছাত্র এবং ৯৫৪ জন ছাত্রী।

টিকা নেওয়ার পর কোন শিক্ষার্থী অসুস্থ হয়েছে এমন খবর পাওয়া যায়নি। বাকি ৫৫৬ জন শিক্ষার্থীর মধ্যে অনেকে টিকা নিয়ে ফেলেছে, অনেকে আবার শারীরিক অসুস্থতার কারণে টিকা নিতে আসতে পারেনি। সাতদিনের সেরা