kalerkantho

সোমবার । ২১ অগ্রহায়ণ ১৪২৮। ৬ ডিসেম্বর ২০২১। ১ জমাদিউল আউয়াল ১৪৪৩

তারের লিকেজ থেকে বিদ্যুৎপৃষ্ট, যুবকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ নভেম্বর, ২০২১ ২২:১৩ | পড়া যাবে ১ মিনিটেতারের লিকেজ থেকে বিদ্যুৎপৃষ্ট, যুবকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির সাব-মার্সেবল পানির কলের সুইচ দিতে গিয়ে বিদ্যুস্পর্শে ইব্রাহিম (৩০) নামে এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের জনাব আলীর ছেলে ইব্রাহিম বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোসলের পানি তুলতে বাড়ির সাব-মার্সেবল কলের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পূর্বেই সে মারা যায়।

যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, খুব দুঃখজনক ঘটনা। সম্ভবত তারের লিকেজ থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে।  সাতদিনের সেরা