kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

পুকুরে ইলিশের ঝাঁক!

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২৪ নভেম্বর, ২০২১ ১৭:৩৯ | পড়া যাবে ১ মিনিটেপুকুরে ইলিশের ঝাঁক!

মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ১০টি ইলিশ ধরা পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরের ইলিশের স্বাদ নিতে অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেন। এ খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে ইলিশগুলো দেখতে ভিড় জমায়।

বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুরে এসব ইলিশ ধরা পড়ে।

চরফলকন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আনোয়ার হোসেন বলেন, লোকজন পুকুরে বেড় জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরছিলেন। এ সময় তারা অন্যান্য মাছের সঙ্গে ১০টি ইলিশ দেখতে পান। ইলিশগুলো ৬ থেকে ৭ ইঞ্চি আকারের। পুকুরে আরো ইলিশ থাকতে পারে বলে ধারণা এ জনপ্রতিনিধির।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, বর্ষা মৌসুমে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে স্থানীয় পুকুরগুলো ডুবে যায়। এতে নদী থেকে আসা লবণাক্ত পানির সঙ্গে ইলিশ ঢুকে পড়ে। তখন জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়েছিল। এতে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ইলিশও ধরা পড়ে।সাতদিনের সেরা