kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

গাছের ডালে বসে বিদ্যুৎস্পর্শ, নিচে পড়ে মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

২৪ নভেম্বর, ২০২১ ১৬:২২ | পড়া যাবে ১ মিনিটেগাছের ডালে বসে বিদ্যুৎস্পর্শ, নিচে পড়ে মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পর্শে মোশারেফ ফকির (৪৫) নামে এক দিনমজুর মারা গেছেন। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে একটি গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে ডালের অংশ স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আব্দুর রহিম জানান, মোশারেফ দিন চুক্তিতে একই গ্রামের ইসাহাক শরীফের বাড়িতে গাছের ডাল কাটতে গিয়েছিলেন। ডাল কাটার শেষ পর্যায়ে পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে ডালের মাথার অংশ লেগে যায়। সঙ্গে সঙ্গে ছিটকে মাটিতে পড়ে যান। এ সময় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোক্তাদির জানান, হাসপাতালে আসার আগেই মোশারেফের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সাতদিনের সেরা