kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

ধসে পড়ল চট্টগ্রাম বন্দরের সীমানা দেয়াল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ নভেম্বর, ২০২১ ১৯:৫২ | পড়া যাবে ১ মিনিটেধসে পড়ল চট্টগ্রাম বন্দরের সীমানা দেয়াল

চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো ইয়ার্ড এলাকায় সীমানা দেয়াল ধসের ঘটনা ঘটেছে। পুরাতন একটি ভবন ভেঙে ফেলার সময় সেই ভবন ধসে পড়ে সীমানা দেয়ালের পর পড়ে। এতে চারজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ইপিজেড থানার পেছেন ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
ইপিজেড থানার মোবাইল টিম অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় চারজন আহত হয়েছেন। এছাড়া ভেঙে গেছে সাতটি দোকান। কেউ নিহত নেই। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাজ থেকে নামিয়ে কন্টেইনার রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ পুরাতন লেবার কলোনীকে ভেঙে সেই স্থানে ওভার ফ্লো ইয়ার্ড নির্মাণ করা হয়। দেয়ালের বাইরে ব্যক্তিমালিকানাধীন একটি পুরাতন ভবন ভাঙার কাজ চলছিল। একপর্যায়ে ভবন ধসে বন্দরের সীমানা দেয়াল পড়লে বন্দরের ১৫-২০ ফুট দেয়াল ধসে পড়ে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ভবন ধসে সেখানে চার নির্মাণ শ্রমিক সামান্য আহত হয়েছেন। আর বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আনসার টিম সার্বক্ষণিক কাজ করছে।সাতদিনের সেরা