kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

ফল গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ   

২৩ নভেম্বর, ২০২১ ০৩:০২ | পড়া যাবে ১ মিনিটেফল গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক কৃষকের এক বিঘা জমির আম ও মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ নভেম্বর) রাতে উপজেলার জামির্তা ইউনিয়নের রামকান্তাপুর গ্রামের কৃষক লিটন মিয়ার ফল বাগানে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক লিটন মিয়া।

কৃষক লিটন মিয়া বলেন, দুই বছর আগে উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে নিজের এক বিঘা জমিতে মাল্টা ও উন্নতমানের আমের চারা রোপণ করেছিলাম। এর মধ্যে ৯০টি মাল্টা ও ১০টি উন্নতমানের আম গাছ রয়েছে। এ বছর গাছগুলো ফলন দিত। সোমবার (২২ নভেম্বর) সকালে বাগানে গিয়ে দেখি সবগুলো মাল্টা ও আম গাছ কাটা অবস্থায় পড়ে আছে। শত্রুতাবশত রাতের আঁধারে আমার সখের ফল বাগান ধ্বংস করে ফেলেছে দুর্বৃত্তরা। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি। সাতদিনের সেরা