kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

কলাপাড়ায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০২১ ১৪:৪০ | পড়া যাবে ১ মিনিটেকলাপাড়ায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আজিম উদ্দিন মুসুল্লী (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত কৃষকের ভাতিজা আল আমিন মুসুল্লী জানান, সকালে ফজরের নামাজ পড়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যান আজিম উদ্দিন মুসুল্লী। এসময় ধানক্ষেতের মাঝের আইল দিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ধানক্ষেতের মধ্যে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে রাতের আঁধারে বিদ্যুতের লাইন ছড়িয়ে রাখা হয়। ইঁদুর যেনো ফসল নষ্ট করতে না পারে তার জন্য এ কাজ করা হয়। ওই বিদ্যুতের ফাঁদে আটকেই কৃষক আজিম উদ্দিন মারা গেছেন। তবে কারা এ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত কৃষকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সাতদিনের সেরা