kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

গোমস্তাপুরে র‍্যাবের হাতে চোলাই মদসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০২১ ১৪:২২ | পড়া যাবে ১ মিনিটেগোমস্তাপুরে র‍্যাবের হাতে চোলাই মদসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। অভিযানে জব্দ হয়েছে তিন হাজার ৭২০ লিটার চোলাই মদ। আজ শুক্রবার সকাল ৬টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয় বলে র‌্যাব জানায়। 

আটককৃতরা হলেন- ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ঝিলিক (২৫) ও মৃত চান মুন্সীর ছেলে আব্দুল মান্নান (৫১) এবং আলমপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সিফাত হোসেন (২০)।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কম্পানি  অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এই অভিযানে নেতৃত্ব দেন। 

এ ঘটনায় রাসায়নিক পরীক্ষার জন্য ১৫ লিটার নমুনা রেখে পচনশীল, দুর্গন্ধযুক্ত ও বহন অযোগ্য হওয়ায় জব্দ অবশিষ্ট ৩ হাজার ৭০৫ লিটার মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে র‌্যাব।সাতদিনের সেরা