kalerkantho

শুক্রবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৮। ৩ ডিসেম্বর ২০২১। ২৭ রবিউস সানি ১৪৪৩

হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০২১ ০১:২৩ | পড়া যাবে ১ মিনিটেহালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্বাছ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্বাছ আলী উপজেলার সরচাপুর গ্রামের মৃত আব্দুস সোবহান তালুকদারের পুত্র। এ ঘটনায় আরো ২জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, একই গ্রামের রুহুল মুন্সি (৬০) ও আন্নাছ আলী (২৭)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোটর সাইকেলে করে তিনজন আরোহী হালুয়াঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে সরচাপুর গ্রামে ফিরছিলেন। এ সময় বড়বিলা নামক স্থানে পৌঁছালে সেখানে আগে থেকেই বিকল অবস্থায় পড়ে থাকা একটি বালুবাহী ট্রাকে মোটর সাইকেলটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধ আব্বাছ আলীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ২ জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উনারা সবাই তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত ছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। এ বিষয়ে আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।সাতদিনের সেরা