kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

৯৯৯-এ ফোন পেয়ে অজ্ঞাত মেয়ে শিশু উদ্ধার

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি   

১৬ নভেম্বর, ২০২১ ২৩:৩২ | পড়া যাবে ১ মিনিটে৯৯৯-এ ফোন পেয়ে অজ্ঞাত মেয়ে শিশু উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে অজ্ঞাত এক মেয়ে শিশুকে উদ্ধার করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে শিশুটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের সামনে বসে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আনুমানিক ২ বছরের মেয়ে শিশুকে উদ্ধারকালে জিজ্ঞাসাবাদে কোনো নাম-ঠিকানা জানাতে পারেনি। পরবর্তীতে অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নির্দেশক্রমে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

শিশুটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রবেশন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।সাতদিনের সেরা