kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০২১ ০৪:৫৫ | পড়া যাবে ১ মিনিটেরাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে আবু তৈয়ব (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা সাপলেজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তৈয়ব ওই গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ বলেন, নিজ বাড়ি থেকে শনিবার সন্ধ্যার দিকে চায়ের দোকানে যাচ্ছিলেন আবু তৈয়ব। এ সময় অন্ধকার সড়কে একটি বন্য হাতি আগে থেকেই দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনাবশত আবু তৈয়ব ওই হাতির সামনে গিয়ে পড়েন। এ সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে পায়ের নিচে পিষ্ট করে ফেলে চলে যায়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। 

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, ‘হাতিটি লোকালয় ছেড়ে বনে ফিরে গেছে। এখন ধান পাকার মৌসুম হওয়ায় বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে হানা দেওয়া শুরু করেছে।’ রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সাতদিনের সেরা