kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ২ মৃত্যু

অনলাইন ডেস্ক   

১৪ নভেম্বর, ২০২১ ১৩:২৪ | পড়া যাবে ১ মিনিটেরামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ২ মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

মৃতদের একজন চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তিনি। অপরজন মারা গেছেন করোনা সংক্রমণে। তিনি রাজশাহীর বাসিন্দা। তাঁদের বয়স ৫৫ থেকে ৬৫ বছরর মধ্যে ছিল।

আজ রবিবার (১৪ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন তিনজন। হাসপাতাল ছেড়ে গেছেন ১১ জন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ২৫ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন তিনজন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৫ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি। তবে মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ১৮০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন দুইজন। সাতদিনের সেরা