kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

মেট্রো রেলের ৪ কোচ ও দুই ইঞ্জিন মোংলায়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি    

১৩ নভেম্বর, ২০২১ ০৩:৪৭ | পড়া যাবে ১ মিনিটেমেট্রো রেলের ৪ কোচ ও দুই ইঞ্জিন মোংলায়

মেট্রো রেলের মালপত্র নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ব্রাইট কোরাল। জাপানের কোবে বন্দর থেকে মালপত্র নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এ নিয়ে ষষ্ঠবারের মতো মেট্রো রেলের চালান এলো।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, জাহাজটিতে মেট্রো রেলের চারটি রেলওয়ে কোচ/বগি, দুটি ইঞ্জিনসহ ২৮ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে। আজ শনিবার সকাল থেকে খালাসের কাজ শুরু হবে। খালাস করে নদীপথে নেওয়া হবে রাজধানীর উত্তরার ডিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, এমভি ব্রাইট কোরাল জাহাজটি বন্দরে ভিড়েছে।সাতদিনের সেরা