kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

এনআইডি ছাড়া টিকা পাবেন না শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০২১ ১৯:২৫ | পড়া যাবে ১ মিনিটেএনআইডি ছাড়া টিকা পাবেন না শাবিপ্রবি শিক্ষার্থীরা

জাতীয় পরিচয় পত্র ছাড়া শিক্ষার্থীদেরকে কভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী রবিবার ক্যাম্পাসে কভিড-১৯ এর প্রথম ডোজ টিকার সর্বশেষ কার্যক্রম চলবে। এদিন যেসকল শিক্ষার্থী টিকা নিতে আসবেন তাদেরকে সবাইকে টিকা দেওয়া হবে। তাই যেসকল শিক্ষার্থী প্রথম ধাপে টিকা নিতে পারেননি তাদেরকে দ্রুত নিজ বিভাগে যোগাযোগ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলেন তিনি।

তিনি আরো বলেন, এনআইডি ছাড়া টিকার সনদ নেওয়া যাবে না। তাই যেসকল শিক্ষার্থী এখনো এনআইডির জন্য আবেদন করে নি তাদেরকে দ্রুত প্রক্টর অফিসে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর শিক্ষার্থীদেরকে করোনার প্রথম ডোজ ফাইজার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬’শ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।সাতদিনের সেরা