kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

বেনাপোলে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি   

৪ নভেম্বর, ২০২১ ০২:০২ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোলে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সুরুজ মিয়া (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সুরুজ ওই গ্রামের গোলাম আলীর ছেলে।

যশোর র‍্যাব জানায়, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল গুলি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।
 
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন জানান, অস্ত্রসহ আটক আসামিকে বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।সাতদিনের সেরা