kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

নওগাঁয় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি   

৩০ অক্টোবর, ২০২১ ১৬:০২ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁয় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

নওগাঁর আর্জিনওগায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ওরা একসঙ্গে ৬ জন ছিল। এর মধ্যে ৪ জন পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। পরে বাকি দুজনের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুরা হলো এলাকার সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬)।সাতদিনের সেরা