kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ৫ মৃত্যু

অনলাইন ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২১ ১২:০৭ | পড়া যাবে ১ মিনিটেরামেক হাসপাতালের করোনা ইউনিটে আরো ৫ মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে আজ  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

মৃতদের একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের তিনজন  রাজশাহী, একজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন পাবনা জেলার। পাঁচজনের তিনজন ছিলেন পুরুষ এবং দুইজন নারী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন। 

শামীম ইয়াজদানী আরো জানান, হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে করোনা ও উপসর্গে এই হাসপাতালে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৩৬৪ জন, জুনে ৪০৫ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ৫৩১ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয়জন। আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০ জন।

এদিকে, বুধবার রাজশাহী জেলার মোট ৩৭৩টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচজন। সাতদিনের সেরা