kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

ফি কমানোর দাবিতে ফুঁসে উঠল বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফি কমানোর দাবিতে ফুঁসে উঠল বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো ও বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ সাত দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেছেন তারা।

এ ছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হলের ভাড়া সাড়ে ৩০০ টাকার বদলে ১৫০ টাকা করতে হবে, পরিবহন ফি ৬০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা, ডিপার্টমেন্ট উন্নয়ন ফি ১৫০০ টাকা বাতিল করতে হবে। এছাড়াও এমন অগণিত ফি রয়েছে যা শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলেছে সে সব বাতিল করতে হবে।

আন্দোলনরত অবস্থায় বক্তব্য দেওয়ার সময় আবদুল্লাহ আল রাজু বলেন, আগামীকাল (বুধবার) সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি চলবে। এর আগে আমরা সাত দফা দাবি জানাইয়ে স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অবজ্ঞা করছে। আমাদের দাবি না মানা পর্যন্ত, যতদিন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।সাতদিনের সেরা