kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি   

২৬ অক্টোবর, ২০২১ ০১:২৯ | পড়া যাবে ১ মিনিটেদুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও শিক্ষার্থীসহ ৯ জন আহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার লালখান এলাকার শরীফবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, উপজেলার লেবুখালী থেকে একটি মাহেন্দ্রা চরগরবী ফেরিঘাটের উদ্দেশে ৯ জন যাত্রী নিয়ে ছেড়ে লালখান ব্রিজের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে গাছবোঝাই একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নুরুল মমিন মাহেন্দ্রাচালক মো. জয়নাল আবেদিনকে (৩৫) মৃত্যু ঘোষণা করেন।

নিহতের বাড়ি উপজেলার দুমকি গ্রামে। তিনি আব্দুল জব্বার গাজীর বড় ছেলে। গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বলেন, নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, অবৈধ যানের বিষয়ে সামনে অভিযান পরিচালনা করা হবে।সাতদিনের সেরা