kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

মোরেলগঞ্জে ইউপি নির্বাচন : বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি   

২৫ অক্টোবর, ২০২১ ২০:২১ | পড়া যাবে ১ মিনিটেমোরেলগঞ্জে ইউপি নির্বাচন : বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) বলেছেন, নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান আশা করি না। আজ রাতের মধ্যেই সবাই এলাকা ছাড়বেন। অন্যথায় হাতে হাতকড়া পড়বে। যেকোনো মূল্যে নির্বাচন স্বচ্ছ হবে। মনে রাখবেন, টেবিলে ভোট দেওয়া যাবে না। গোপন কক্ষেই ছিল মারতে হবে।

আজ সোমবার বিকেল ৫টায় মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজারে আইন-শৃংখলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার এসব কথা বলেন। সভায় সকল চেয়ারম্যান ও মোম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য খাউলিয়া ইউনিয়নের নির্বাচনকে ঘিরে এলাকায় আইন-শৃংখলার অবনতি ঠেকাতে থানা পুলিশ আজ এ সভার আয়োজন করে। সভায় মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন ও থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বক্তৃতা করেন।

আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মাস্টার আবুল খায়েরের মৃত্যুজনিত কারণে প্রথম ধাপের তফসিলভুক্ত এ ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল।সাতদিনের সেরা