kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

কোলে উঠতে দৌড়ে রাস্তায় অনিকা, মরদেহ কোলে ফিরলেন বাবা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি   

২৪ অক্টোবর, ২০২১ ১৬:৩৬ | পড়া যাবে ১ মিনিটেকোলে উঠতে দৌড়ে রাস্তায় অনিকা, মরদেহ কোলে ফিরলেন বাবা

অটোরিকশায় করে বাড়িতে ফেরেন বাবা। এমন সময় বাবাকে অটো থেকে নামতে দেখে তিন বছরের সন্তান অনিকা। দৌড়ে উঠতে যায় বাবার কোলে। ঠিক এই মুহুর্তেই পেছন থেকে অন্য একটি অটোরিকশা চাপা দেয় অনিকাকে। ঘটনাস্থলেই বাবার সামনে শেষ নিঃশ্বাস নেয় মেয়ে অনিকা।

ঘটনাটি ঘটে রবিবার (২৪ অক্টোবর) দুপুরে শেরপুরের শ্রীবরদী পৌর শহরে মোল্লাপাড়া এলাকায়। নিহত অনিকা ওই গ্রামের উকিল মিয়ার মেয়ে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা, ইজিবাইকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।সাতদিনের সেরা