kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

রাজবাড়ী শহর প্রতিরক্ষা বাঁধে ফের ধস

রাজবাড়ী প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২১ ১৮:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজবাড়ী শহর প্রতিরক্ষা বাঁধে ফের ধস

পদ্মা নদীর রাজবাড়ী জেলার অংশে ভাঙন অব্যাহত রয়েছে। গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নতুন করে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার সংলগ্ন চরসিলিমপুর এলাকায় ফের শহর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ নদী গর্ভে বিলিন হয়েছে।

জানা গেছে, গত জুলাই মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজবাড়ী পদ্মা নদীর ডানতীর প্রতিরক্ষা বাঁধের সাত কিলোমিটারের প্রায় ২০টি স্থানে ধসের ঘটনা ঘটেছে। এর ফলে সেখানকার প্রায় ৮০০ মিটার এলাকা নদী গর্ভে বিলিন হয়েছে। বর্তমানে বেশ কিছু স্থানে নদী থেকে বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধের দূরত্ব মাত্র ১০ মিটারের মধ্যে চলে এসেছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানিয়েছেন, ভাঙন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।সাতদিনের সেরা