kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২১ ১৭:৫০ | পড়া যাবে ১ মিনিটেব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ থেকে উপজেলা সদর পর্যন্ত সড়কের কুড়িনাল মোড় এলাকায় অবস্থিত  ব্রিজটির মাঝখানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন৷ পশ্চিম অঞ্চলের লোকজনের উপজেলা সদরের সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি৷ এক সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো আটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করে৷

সরেজমিন দেখা যায়, ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানে পলেস্তরা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ কিছুদিন পূর্বে গর্তটি মেরামত করা হলেও আবার ভেঙে গেছে৷ যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷

স্থানীয় বাসিন্দা প্রভাষক জাকির হোসেন বলেন, ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে৷ এ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে৷ যানবাহন পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে৷ ব্রিজটি ভেঙে দ্রুত নতুন ব্রিজ করা প্রয়োজন ৷

উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, সরেজমিনে দেখে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে৷সাতদিনের সেরা