kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা   

২০ অক্টোবর, ২০২১ ১৯:৩৩ | পড়া যাবে ২ মিনিটেসংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মহাসড়কটি অবরোধ করে রেখেছেন। এতে দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালে পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের গায়ে হাত তুলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। ফলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশ সদস্যরা বিষয়টি অস্বীকার করেন। শিক্ষার্থীদের পাশাপাশি পরিবহন শ্রমিকরাও একাত্মতা ষোষণা করে অবরোধে অংশ নেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা সড়কে ইট, বাঁশ ফেলে অবরোধ অব্যাহত রেখেছেন। পুলিশকে ক্ষমা চাওয়ার শর্তে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটলের সামনে এসে অবরোধে মিলিত হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী জি কে সাদিক বলেন, ‘আমাদের সকলের দাবি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কার করা হোক। এই রাস্তায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। আগামী ২৫ অক্টোবর আমাদের ক্যাম্পাসে ক্লাস শুরু হবে। এতে করে শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে।’

অবরোধে আটকে থাকা গাড়ি চালক জামিল রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এই রাস্তায় চলাচলের ফলে আমাদের গাড়ির অনেক ক্ষতি হয়। গাড়ি সারাতেও অনেক টাকা খরচ হয়। অতি দ্রুত এই সড়ক সংস্কারের জোর দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমাদেরও দাবি এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’সাতদিনের সেরা