kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

মাল্টিপ্লাগে শিশুর মৃত্যু!

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০২১ ১৫:৫২ | পড়া যাবে ১ মিনিটেমাল্টিপ্লাগে শিশুর মৃত্যু!

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির উপজেলার বড়চাপড়া গ্রামের আলম মন্ডলের ছেলে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বড় চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন ছোট থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। মঙ্গলবার দুপুরে তাকে বাড়িতে একা রেখে বাইরে যান তার মা। এ সময় সাব্বির তার ঘরে খেলছিল। একপর্যায়ে ঘরের টেবিলে থাকা মাল্টিপ্লাগ বোর্ড বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়। মা বাড়িতে ফিরে সাব্বিরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

চিকাশি ইউনিয়ন পরিষদের সদস্য জুলাহাউস শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় থানায় কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।সাতদিনের সেরা