kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০২১ ০০:৩৬ | পড়া যাবে ১ মিনিটেফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২৬ বছর বয়সী সিমা বেগম নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাত ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রাকটি বেপরোয়া গতিতে ফতুল্লার পঞ্চবটির দিকে পালিয়ে যায়।

নিহত সিমা ফতুল্লার আফাজনগর এলাকার কাপড় ব্যবসায়ী সোহেল মিয়ার স্ত্রী।

সোহেল মিয়া জানান, সিমা বেগম শহরের চাষাড়ায় ডাক্তার অমল বোসের কাছ থেকে চিকিৎসা নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।সাতদিনের সেরা