kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

ইবিতে সশরীরে ক্লাস শুরু ২৫ অক্টোবর

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা   

১৮ অক্টোবর, ২০২১ ২০:৪১ | পড়া যাবে ১ মিনিটেইবিতে সশরীরে ক্লাস শুরু ২৫ অক্টোবর

আগামী ২৫ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হবে। ২০ অক্টোবর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও সেদিন সরকারি ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (১৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০ অক্টোবর পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। ওই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ফলে ২০ অক্টোবর থেকে ক্লাস শুরুর পরিবর্তে আগামী ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাসসমূহ শুরু হবে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর জরুরি সিন্ডিকেট সভায় ৯ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়ার এবং ২০ অক্টোবর সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৯ অক্টোবর আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।সাতদিনের সেরা