kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০২১ ১৯:৫৫ | পড়া যাবে ১ মিনিটেসখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে রিফাত হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরে কাজ করতে যায়। এমন সময় বৃষ্টি নামে। এ সময় শিশু রিফাত বাহিরে বল খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় রিফাতকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূইয়া জানান, এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি।সাতদিনের সেরা