kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

মামার বাড়ি বেড়াতে যাওয়া হলো না শিশু আনিকার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি   

১৭ অক্টোবর, ২০২১ ২৩:০১ | পড়া যাবে ১ মিনিটেমামার বাড়ি বেড়াতে যাওয়া হলো না শিশু আনিকার

মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত শিশু আনিকা রহমান (৬) নামে এক শিশু মারা গেছে। আজ রবিবার (১৭ অক্টোবর) সকালে ওসমানী মেডিক‍্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আনিকা রহমান উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। গতকাল শনিবার মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ছাতক-জাউয়া সড়কের টেটিয়ারচর এলাকায় একটি দ্রুতগতির সিএনজিচালিত ফোরস্ট্রোক আনিকা রহমানকে চাপা দেয়।

এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আনিকার মৃত্যু হয়।

এ সময় সিএনজিচালক সেওতরচর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জামিল মিয়াকে জনতা ধাওয়া করলে সে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত।সাতদিনের সেরা