kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

চেয়ারম্যানের প্রতি ১১ মেম্বারের অনাস্থা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৭ অক্টোবর, ২০২১ ১৯:০৮ | পড়া যাবে ১ মিনিটেচেয়ারম্যানের প্রতি ১১ মেম্বারের অনাস্থা

ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাত, অনিয়ম-দুর্ণীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। একই সঙ্গে তারা অনাস্থাও জানান চেয়ারম্যানের প্রতি।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউপি সদস্য একরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন- শায়লা সুলতানা, মো. জামাল উদ্দিন, নায়েব আলী, ইসমত আরা, সুরুজ মিয়াসহ ১১জন ইউপি সদস্য।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের প্রায় ৩২ লাখ টাকার ভুয়া ও মিথ্যা ভাউচার রেজ্যুলেশনের মাধ্যমে আত্মসাত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কোনো মাসিক সভা করেন নাই। পরিষদ সদস্যরা বারবার অনুরোধ করলেও তিনি নানা কৌশলে এড়িয়ে যান। এ নিয়ে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য ফোন দিলেও তিনি ফোন ধরেননি।সাতদিনের সেরা