kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, গুরুতর আহত ৬

অনলাইন ডেস্ক   

১৭ অক্টোবর, ২০২১ ১২:৪০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, গুরুতর আহত ৬

চট্টগ্রামের আবাসিক ভবনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। রবিবার (১৭ অক্টোবর) সকালে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। আহত ও নিহতদের চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. ফারুক (২২)। তিনি একটি বেসরকারি কম্পানিতে চাকরি করতেন।

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বলেন, সকাল পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপলাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 সাতদিনের সেরা