kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

মৃত্যু বেড়ে ৭

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন একই পরিবারের

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০২১ ২০:৩১ | পড়া যাবে ১ মিনিটেত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন একই পরিবারের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১০ জন।

ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শেরপুরগামী রহিম পরিবহন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে ওভারটেক করার সময় বালিবাহী ড্রামট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে একই পরিবারের পিতা, মাতা ও দু-শিশু সন্তানসহ ৫ জন নিহত হয়। এ সময় আহত হয়েছে দশজন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করলে সেখানে আরো দুজন মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন ফুলপুর উপজেলা হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ (১০), ও মেয়ে আজমিনা (০৮) অজ্ঞাত (৩৫) ও ভালুকার নিশিন্দার হেলেনা (৪০)। আহতদের মধ্যে নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিককে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানা ওসি মাইন উদ্দিন জানান, আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।সাতদিনের সেরা