kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

তাড়াশে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি    

১৬ অক্টোবর, ২০২১ ১৫:৩২ | পড়া যাবে ২ মিনিটেতাড়াশে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি

সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. নোজাবত আলী নামের এক কৃষকের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিণ মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এতে ওই কৃষকের ঘরে রাখা নগদ এক লাখ টাকা, আসবাব পত্র, স্বর্ণালংকার, ধান, চাল তিনটি টিনশেড ঘরসহ প্রায় সাত লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

তাড়াশ সদর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকতার হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় দক্ষিণ মথুরাপুর গ্রামের আব্দুস সামাদ ফকিরের ছেলে কৃষক মো. নোজাবত আলী ফকিরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতবাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে তা মুহূর্তের মধ্যে সমস্ত বাড়িতে ছড়িয়ে যায়। 

এতে ওই কৃষকের টিনশেডের তিনটি ঘর এবং ঘরে রাখা নগদ এক লাখ টাকা, আসবাবপত্র, স্বর্ণালংকার, ধান, চাল, কাপড়সহ প্রায় সাত লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

পরে খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহযোগিতায় প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মো. নোজাবত আলী ফকির জানান, সব পুড়ে যাওয়ায় তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন।সাতদিনের সেরা