kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

আখাউড়ায় পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০২১ ১৪:৪০ | পড়া যাবে ১ মিনিটেআখাউড়ায় পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে শনিবার দুপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলেন ওই গ্রামের আজাদ ভূঁইয়ার সন্তান আয়েশা (৭) ও স্বাদ (৫)। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে সবার অলক্ষ্যে দুই ভাই বোন বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়। অসুস্থ অবস্থায় তাদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা বাড়িতে লাশ নিয়ে যায়।সাতদিনের সেরা