kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

রাতে পূজা দেখতে গেল মোসাদ্দেক, সকালে মিলল ঝুলন্ত লাশ

দিনাজপুর প্রতিনিধি   

১৫ অক্টোবর, ২০২১ ১৬:৪৯ | পড়া যাবে ১ মিনিটেরাতে পূজা দেখতে গেল মোসাদ্দেক, সকালে মিলল ঝুলন্ত লাশ

দিনাজপুরের সদরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেক হোসেন (১৫) উপজেলার ৬নম্বর আউলিয়াপুর ইউনিনের মাশিমপুর ডাবর পাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর পূজা দেখার কথা বলে বাসা থেকে বের হয় মোসাদ্দেক। রাতে বাসায় ফিরতে দেরি হলে পরিবার ও আশেপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। সকালে বাড়ির পাশে পুকুরপাড়ের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

নিহতের বাবা হাফিজুর রহমান বলেন, আমার ছেলের পেট ব্যথা জনিত সমস্যা ছিল। আমরা অনেক দিন থেকেই তার চিকিৎসা চালাচ্ছিলাম। তার একটু মানসিক সমস্যাও রয়েছে। পেট ব্যথার কারণে প্রায় আত্মহত্যা করার কথা বলত। কিন্তু আজকে সে সত্যি এই ঘটনা ঘটিয়েছে।

ঘটনার তদন্তকারী এস আই জাহিরুল বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।সাতদিনের সেরা