kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

যবিপ্রবি প্রতিনিধি    

১৫ অক্টোবর, ২০২১ ১০:৩৬ | পড়া যাবে ১ মিনিটেমোটরসাইকেল দুর্ঘটনায় আহত যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী প্রসেনজিত রায় জয় গত বুধবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

পরিবার সূত্রে জানা যায়, গতরাত সাড়ে ১১টার দিকে প্রসেনজিত সৈয়দপুর থেকে মোটরসাইকেলযোগে নীলফামারীতে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফেরার পথে রাস্তা ভাঙা থাকায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই  চিকিৎসারত অবস্থায় ১৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিতে তিনি পরলোকগমন করেন।

মেধাবী শিক্ষার্থী প্রসেনজিতের অকাল মৃত্যুতে তার পরিবারসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের শোকের ছায়া নেমে এসেছে। তার এ অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে গভীর শোক প্রকাশ করেছে।সাতদিনের সেরা