kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

গাছের ডাল ভেঙে মাথায় আঘাত, প্রাণ গেল জাল বিক্রেতার

সাতক্ষীরা প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০২১ ২২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেগাছের ডাল ভেঙে মাথায় আঘাত, প্রাণ গেল জাল বিক্রেতার

প্রতীকী ছবি

মরা গাছের নিচে দাঁড়িয়ে মাছ ধরা জাল বিক্রি করছিলেন আব্দুল হান্নান (৬০)। এসময় আকস্মিক গাছ থেকে একটি ডাল ভেঙে জাল বিক্রেতার মাথার ওপর পড়ে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন জাল বিক্রেতা। পরে সেখানেই মৃত্যু হয় তার।

আজ রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের নুরুল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী অন্য জাল ব্যবসায়ীরা জানান, আজ রবিবার ছিল উপজেলার পারুলিয়া বাজারে সাপ্তাহিক হাটবার। প্রতি হাটের ন্যায় তারা আজও জাল বিক্রি করতে গরুহাটের পাশে শিশু গাছের নিচে বসেন। সন্ধ্যায় জাল বিক্রির সময় পার্শ্ববর্তী একটি গাছের ডাল তার মাথার ‌ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গরুহাট ইজারাদারের আল ফেরদাউস আলফা জানান, মরা গাছ অপসরণ না হওয়ায় ডাল ভেঙে পড়ে আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাট কমিটির মাধ্যমে রাতেই তার লাশ বাড়িতে পাঠানো হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।সাতদিনের সেরা