kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

আম বাগানে পড়ে ছিল আশাব আলীর মরদেহ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি   

১০ অক্টোবর, ২০২১ ১৬:৫১ | পড়া যাবে ১ মিনিটেআম বাগানে পড়ে ছিল আশাব আলীর মরদেহ

নওগাঁর আত্রাইয়ে আম বাগান থেকে আশাব আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল আনুমানিক ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশাব আলী উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। 

জানা গেছে, আশাব আলী শনিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রবিবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে আম বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত আশাব আলীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমগাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে তার মৃত্যর কারণ।সাতদিনের সেরা