kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০২১ ১৭:৫৪ | পড়া যাবে ১ মিনিটেতাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় হাসান আলী (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত হাসান আলী মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদেসৈয়দপুর সীমাপাড়ার রহম আলীর ছেলে।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানান, সকালে নিহত হাসান আলী নসিমন গাড়ীতে চড়ে মহিষলুটি মাছ কেনার জন্য রওয়না হয়। পথে মান্নাননগর এলাকায় নসিমন গাড়ী উল্টে যায়। এ সময় সে গাড়ী থেকে লাফিয়ে মহাসড়ক পার হওয়ার জন্য দৌড় দিলে চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।সাতদিনের সেরা