kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

কক্সবাজারে বিশ্ব বসতি দিবসে কউক’র সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

৬ অক্টোবর, ২০২১ ০২:০৫ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে বিশ্ব বসতি দিবসে কউক’র সেমিনার অনুষ্ঠিত

‘নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি কার্বনমুক্ত বিশ্ব গড়ি' এই প্রতিপাদ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)-এর উদ্যোগে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে দিবসটির তাৎপর্য নিয়ে মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে যথাযথ অনুমোদন নিয়ে এবং পরিকল্পিতভাবে আবাসনসহ যেকোনো স্থাপনা নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।   

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কউক সদস্য প্রকৌশল লে. কর্নেল মো. খিজির খান, সচিব আবু জাফর রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্টরা।

পরে উন্নয়নের অগ্রযাত্রা নামে বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এ সময় কউক সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা