kalerkantho

শনিবার । ৭ কার্তিক ১৪২৮। ২৩ অক্টোবর ২০২১। ১৫ রবিউল আউয়াল ১৪৪৩

‘ট্রেনে পাথর ছুড়ব না, কাউকে ছুড়তে দেব না’

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

৪ অক্টোবর, ২০২১ ১৭:২৬ | পড়া যাবে ১ মিনিটে‘ট্রেনে পাথর ছুড়ব না, কাউকে ছুড়তে দেব না’

ওদের বেড়ে ওঠা রেলবস্তিতে। খেলাধুলাও করতে হয় রেললাইনে। ঘুম আসে, ঘুম ভাঙে চলন্ত ট্রেনের শব্দে। চলন্ত ট্রেনে ইট-পাথর নিক্ষেপ করাই যেন ওদের খেলাধুলার একটি অংশ। ওরা সকলে রেলবস্তির শিশু। শিক্ষাবঞ্চিত এসব শিশুরা শপথ নিয়েছে এখন থেকে আর 'ট্রেনে পাথর ছুড়বে না, কাউকে পাথর ছুড়তে দেবে না'।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোরের অভয়নগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রেলবস্তির শিক্ষাবঞ্চিত শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিশু ও তাদের অভিভাবকরা রেলরাইনে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করেন 'ট্রেনে পাথর ছুড়বে না, কাউকে ছুড়তে দেবে না'।

অভয়নগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সুনীল দাসের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, বিএফইউজে যশোর জেলা শাখার সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক গাজী ইকবাল কবীর, জিএম মেহেদী হাসান কাদের, তিমির বরণ সরকার, সদস্যসচিব জিএম মনিরুজ্জামান মনি প্রমুখ। পরে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সাতদিনের সেরা