kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

গফরগাঁওয়ে পথশিশুদের খাবার দিল ছাত্রলীগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২১ ২১:১৬ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে পথশিশুদের খাবার দিল ছাত্রলীগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে ২৫০ জন পথশিশু ও অসহায় বৃদ্ধ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশনা অনুযায়ী ২৫০ জন পথশিশু ও অসহায় বৃদ্ধ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।সাতদিনের সেরা