kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৫৫ | পড়া যাবে ১ মিনিটেট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় আফতাবুল ইসলাম (৪২) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আবুল রংপুর সদর উপজেলার আজিজুল ইসলামের ছেলে। তিনি ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি জয়পুরহাট শাখায় কর্মরত ছিলেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি বলেন, নিহত ব্যক্তি মোটরসাইকেলযোগে জয়পুরহাট থেকে রংপুরে নিজ বাসায় ফিরছিলেন। পথে বিরামপুর পৌরসভা টাটকপুর নামক স্থানে মহাসড়কে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা