kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

শাপলা তুলতে গিয়ে লাশের দেখা মিলল

ঠাকুরগাঁও প্রতিনিধি    

২৮ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৩ | পড়া যাবে ১ মিনিটেশাপলা তুলতে গিয়ে লাশের দেখা মিলল

ঠাকুরগাঁওয়ে এনামুল হক নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা নারগুণ ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত এনামুল হক দিনাজপুর জেলার চিরির বন্দর আন্ধারমুয়া হাগুড়াপাড়া গ্রামের আতিবুর রহমানের ছেলে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন জানান, সকালে স্থানীয়রা ঘটনাস্থলের পাশের ডোবায় শাপলা ফুল তুলতে গেলে মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ সুপার আরো জানান, এটি একটি হত্যাকাণ্ড। এর সাথে যারাই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।সাতদিনের সেরা