kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৫৯ | পড়া যাবে ১ মিনিটেভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা। আজ সোমবার দুপুর বারোটার দিকে ভাসানচরের ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে জঙ্গল হতে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে আটক করা হয়। 

তারা প্রত্যেকে ভাসানচরের ৫০ নং ক্লাস্টারের বাসিন্দা। এর আগে তারা গতকাল রবিবার দিবাগত গভীর রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যায়।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের থানা পুলিশের সহায়তায় দুপুর পৌনে ৩টার টার দিকে তাদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত প্রতক্ষেপ নেওয়া হবে।সাতদিনের সেরা