kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৯ | পড়া যাবে ১ মিনিটেবেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কামারখন্দে পানিতে ডুবে জান্নাতুল খাতুন (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিথিলা (০৫) নামে আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু জান্নাতুল নুরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে ঢাকা থেকে জান্নাতুল বাড়িতে বেড়াতে আসে। জান্নাতুল ও পাশের বাড়ির মিথিলা ভেলায় করে খালে খেলা করছিল। এক পর্যায়ে তারা দুজনই খালের পানিতে পড়ে যায়। পরে মিথিলা ছটফট করতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। বাড়ির আশপাশে কোথাও জান্নাতুলকে না পেয়ে খালে খুঁজতে থাকে। এক পর্যায়ে পানির নিচ থেকে জান্নাতুলকে উদ্ধার করে। পরে দুইজনকে হাসপাতালে নেওয়া হলে জান্নাতুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মিথিলা হাসপাতালে চিকিৎসাধীন।সাতদিনের সেরা