kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

নিচে বসেছিলেন বৃদ্ধ, ছেড়ে দিল ট্রাক!

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৩ | পড়া যাবে ১ মিনিটেনিচে বসেছিলেন বৃদ্ধ, ছেড়ে দিল ট্রাক!

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় বুজরত নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বুজরত বাগবাড়ী গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে মহাসড়কে যানজটের সৃষ্টি হলে থামানো একটি ট্রাকের নিচে বসে ছিলেন ওই বৃদ্ধ। এ সময় যানজট স্বাভাবিক হলে ট্রাকটি ছেড়ে দেয়। এতে নিচে থাকা ওই বৃদ্ধ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।সাতদিনের সেরা