kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

খালে ভাসছিল বৃদ্ধের দেহ

হবিগঞ্জ প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১৮ | পড়া যাবে ১ মিনিটেখালে ভাসছিল বৃদ্ধের দেহ

প্রতীকী ছবি।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়াসনগর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাল থেকে জিতেন্দ্র সরকার (৬৬) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। জিতেন্দ্র সরকার উত্তর সুরমা গ্রামের মৃত নকুল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিতেন্দ্র সরকার মানসিকভাবে অসুস্থ ও অপ্রকৃতিস্থ ছিলেন। প্রায় সময়ই তিনি বাড়ি থেকে বের হয়ে বেশ কদিন পর ফিরতেন। বুধবার (২২ সেপ্টেম্বর) তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি। শুক্রবার স্থানীয়দের মাধ্যমে জানতে পারে, জিতেন্দ্র সরকারের লাশ একটি খালে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।সাতদিনের সেরা